কুড়িগ্রাম প্রতিনিধি॥
বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ডায়াবেটিক হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের জাহাজঘর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, কৃষকদল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাংগাঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের কারামুক্তির দাবী জানান।