টাঙ্গাইল প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার(১৪ মে) সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি এমএ হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, তানভীর হাসান খান রুবেল, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির সুমন, কাগমারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব।
সমাবেশে থেকে নেতৃবৃন্দরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও সুচিকিৎসার দিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।