ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে রমযানের পবিত্রতা রক্ষার উপলক্ষে এবং দ্রব্য মুল্যের দাম সহনিয় রাখার জন্য বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ মে) যোহরের নামাজ শেষে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ধামরাই বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এই বিক্ষোভ মিছিলটি শেষ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ শফিকুল ইসলামের,তিনি তার সংক্ষিপ্ত বক্তবে বলেন রমযানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং তা পালন করা উচিত, এ ছাড়া তিনি আর বলেন হোটেল,রেস্তোরা,ও আবাসিক হোটেল গুলি বন্ধ রাখতে হবে। জঙ্গিবাদ,সন্ত্রাস,চাঁদাবাজ, বন্ধে পুলিশকে সহায়তা করুণ,ইভটেজিং বন্ধে নারীদের পর্দা পালনে উৎসাহিত করতে হবে, অশ্লিল গান শোনা ও ছবি নাটক দেখা হতে সকলকে বিরতি থাকতে হবে,রমযান মাসে দ্রব্যমুল্য স্থিতিশীল ও দ্রব্যে ভেজাল মিশানো বন্ধ করতে হবে, অধিনস্ত শ্রমিকদের রমযান মাসে তাদের পরিশ্রম কমিয়ে দিতে হবে। এছাড়া আর বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মোঃ দুলাল হোসেন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ খোকন মোল্লা,ইসলামী যুব আন্দোলনের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ দেওয়ান আল ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সকল শ্রেণীর সাধারণ জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।