বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে বর্ণি বেগম (২৫) নামে এক গৃহবধূ তার দেবর রেজাউল কবীর (৩৫) মারধর করেছেন। এতে বর্ণি বেগমের মাথা কেটে গেছে। রবিবার সকালে শহরের খারদ্বার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে বর্ণিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় বনি বেগমের স্বামী জিয়াউল ইসলাম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আহত বর্ণি বেগম সাংবাদিকদের জানান, তার জিয়াউল ইসলাম এনজিও রিক এর ফকিরহাট শাখায় কর্মরত। তার ৫ ও ৩ বছরের দুই কন্যা সন্তান রয়েছে। রান্না করাকে কেন্দ্র করে তার পরিবারের লোকজনের প্রায়ই ঝামেলা হত। স্বামী বাসায় না থাকলে তাকে প্রায় সময়ই তাকে লাঞ্চিত ও মারধর করত। রবিবার দুপুরে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউল কুড়াল দিয়ে তার রান্নার চুলা ভেংগে ফেলে। বনিকে পরনের উড়না দিয়ে বেধে মারধোর করে। এসময় রেজাউলকে তার বড় বোন নাজমা বেগম (৪৫) সাহায্য করেন। মারপিটের সময় চুলা ভাঙতে ব্যবহূত কুড়াল দিয়ে বনির মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করে হয়।