রংপুর অফিস॥
রংপুরে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) রংপুর সার্কেলের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাবীব।
সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, বিয়ারটিএ উপপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ্ । এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান , রংপুর জেলা বাস মালিক সমিতি সাধারন স¤পাদক একে এম আজিজুল ইসলাম রাজু, সাধারন স¤পাদক এম এ মজিদ, ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়ন, স¤পাদক শহিদুল ইসলাম মানিক প্রমূখ । আলোচনা সভার আগে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাবীবের নেতৃত্বে বর্নাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।