• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

আপিল বিভাগের নির্দেশনা ভঙ্গ করে গ্রেফতার নয় : হাইকোর্ট

আপডেটঃ : সোমবার, ১৪ মে, ২০১৮

খুলনা সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা ভঙ্গ না করতেও পুলিশের আইজি, খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়। এছাড়া ওই দলের নেতাকর্মী, সমর্থক ও ভোটপ্রার্থীদেরকে গণগ্রেফতার কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছে আদালত।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এ রিট করেন। রিটের পক্ষ শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তাকে সহায়তা করেন আইনজীবী নওশাদ জমির, কায়সার কামাল ও মীর হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ