খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের সময় বিএনপির নেতাকর্মীদের ‘গণহারে’ গ্রেপ্তারের অভিযোগ এনে ‘এটা আইনসম্মত নয়’ উল্লেখ করে হাইকোর্টে রিট আবেদন করেছে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ রবিবার সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন আজ সোমবার এই আবেদনের ওপর শুনানি হবে।
মওদুদ আহমদ আরো বলেন, খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তা অন্যায়। এটা সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই রিট করেছি।
সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতে নেতাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এবং এজেন্টদের ভয় দেখাচ্ছে। বাড়িতে তাদের থাকতে দিচ্ছে না বলে তিনি দাবি করেন।