• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

খুলনা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে : হানিফ

আপডেটঃ : সোমবার, ১৪ মে, ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি আজ রাজনৈতিক ভাবে দেওলিয়া হয়ে গেছে। তাই এখন পাগলের প্রলাপ বকছে। খুলনা সিটি কর্পোরেশনের ভোট নিয়ে তারা মিথ্যাচার করে সরকারের ওপর দায় চাপাতে চাচ্ছে।
আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোড নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে‘ খুলনা নির্বাচনে জয়ী হতে সরকারের সাদা পোশাকধারী বিশেষ বাহিনীকে এলাকায় সমাগম ঘটনানো হয়েছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, জনগণ কেন তাদের ভোট দেবে, আমাদের কাছে খবর আছে উন্নয়নের স্বার্থেই তালুকদার আব্দুল খালেককে জনগণ তাকে ভোট দিতে চায়। জনগণ বিএনপির চেহারা দেখেছে, তাদেরকে আর কখনও ক্ষমতায় দেখতে চায় না।
ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, প্রতিরক্ষা চুক্তি নিয়ে সংসদসহ সব জায়গায় আলোচনা হয়েছে। এটা লুকানোর কি আছে। নির্বাচন আসলেই বিএনপির ভারত চুলকানি উঠে কেন। ভারত বিরোধী সেন্টিমেন্ট দিয়ে মানুষের সহানুভুতি নিতে চায়। বিএনপির সেদিন শেষ হয়ে গেছে।  এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ