বাগেরহাট প্রতিনিধি॥
সুন্দরবনে কালাবগি খালে মঙ্গলবার বিকালে বনদস্যু আসাফুর বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুক যুদ্ধ হয়েছে। এসময় বনদস্যু আছাফুর বাহিনীর বাহিনীর দুই সদস্যকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। আটককৃত বনদস্যুরা হল, খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে তাজেল গাজী (৩২) ও একই গ্রামের খোদা বক্সের ছেলে জাকির সানা (৩০)।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের দাকোপ থানাধীন কালাবগি খালে একদল বনদস্যু ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বিকালে ঐ এলাকায় অভিযানে নামে। এসময় খালের ভিতরে অবস্থানরত আছাফুর বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা বনদস্যু তাজেল গাজী (৩২) ও জাকির সানাকে (৩০) ৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে। উদ্ধারকৃত ৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১ টি ডাবল ব্যারেল বিদেশী বন্দুক, ২ টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ১২ রাউন্ড তাজা গুলি। আটককৃত বনদস্যুদের অস্ত্রসহ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।