তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার জামিন বা দণ্ড মওকুফ নিয়ে কোনো রাজনৈতিক দেন-দরবার চলবে না।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে রাজনীতি থেকে বাদ দিতে চায় সরকার, বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে’ বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সামনেই ভোট শুরু হয়েছে। তাই নির্বাচন নিয়ে মন্তব্য করার কোনো অবকাশ নেই।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নির্মাণাধীন কয়েকটি নতুন সড়কের উদ্বোধন করেন। বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।