তানোর ‘রাজশাহী’ প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে চোলাইমদ পান করে রাস্তায় মাতলামির অভিযোগে জুয়েল কাজি নামের এক মাদকসেবীকে আটক করেছে তানোর থানা পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার ধানতৈড় মোড় থেকে তাকে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে। আটককৃত জুয়েল কাজী তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের বাসিন্দা হযরত কাজীর পুত্র ও তানোর থানা মোড়ের মেসার্স কাজী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসি বলেন, জুয়েল কাজী তানোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোরশালীনের শ্যালক হওয়ায় তার প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রকশ্যে দাপটের সঙ্গে মাদক সেবন করে আসছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে জুয়েল কাজী মদ্যপ অবস্থায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল এসময় তানোর-চৌবাড়িয়া রাস্তার তানোর পৌরসভা কারিগরি কলেজের কাছে টহলরত পুলিশ তাকে থামার জন্য সংকেত দেয়। কিšত্ত জুয়েল পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত গতিয়ে পালিয়ে যাবার চেস্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে ধানতৈড় মোড় থেকে আটক করেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগে জুয়েলকে আটক ও আদালতে প্রেরণ করা হয়েছে।