রংপুর প্রতিনিধি
রংপুরে বিশ্ব টেলিযোগাযোগ সংঘ দিবসে র্যালী, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ডাক টেলিযোগাযোগের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। এসময় র্যালীটির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব। র্যালী শেষে জেলা প্রশাসকের হলরুমে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু রাফা মোঃ আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। বিশ্ব টেলিযোগাযোগ বিষয়ে আলোচনা করেন বিটিসিএল রংপুরের বিভাগীয় প্রকৌশলী মোখলেছুর রহমান ও পোষ্ট অফিস রংপুরের সুপার আব্দুর রশীদ মন্ডল। এতে উপস্থিত ছিলেন সিবিএ নেতা ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম ও সিবিএ নেতা জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান নান্নু, উপ-সহকারী প্রকৌশলী (পল্লী) মোঃ শহিদুল ইসলাম, অসিদ কুমার, প্রধান সহকারী কামরুল হোসেন, মিনহাজ আহমেদ, রাজস্ব অফিসার আব্দুল মতিন, প্রশাসনিক কর্মকর্তা আছির উদ্দি মূখ।