নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হলেও জামায়াত আর রাজাকারদের সন্তানরা যেন সরকারি চাকরি না পায়। কেননা স্বাধীনতাবিরোধী রাজাকারদের সন্তান রাজাকারই হয়।
শনিবার বিকেলে মাদারীপুরে রাজৈর উপজেলার টেকেরহাট সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজের নব-নির্মিত চারতলা ভবন উদ্ধোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান আরো বলেন, কোটা বিরোধী আন্দোলন জামায়াতের এক গভীর ষড়যন্ত্র। তা নাহলে কোটা বিরোধী মিছিলে কিভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান হয়, কিভাবে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করা হয়?
সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা রোকেয়া শাজাহানের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখের, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা নির্বহী কর্মকর্তা সোহানা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতাওলেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাকে কমান্ডার সেকান্দার আরী শেখ প্রমুখ।