তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার কথা দিলে কথা রাখে, প্রতিশ্রুতির বাস্তবায়ন করে। বিগত দিনে চলনবিলের মানুষের সঙ্গে শুধুই প্রতারণার রাজনীতি করেছে জনপ্রতিনিধিরা। উন্নয়নের কথা বলে শুধু অসহায় এ সব মানুষের সঙ্গে ভণ্ডামি করা হয়েছে।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজার থেকে কান্দিভিয়া হয়ে আগপাড়া পর্যন্ত পাকা রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিবার ভোটের আগে এলাকার অতিথি পাখিদের আগমন ঘটে। আওয়ামী লীগ সম্পর্কে ইসলামবিরোধী কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে বিএনপি-জামায়াতের পেতাত্মারা অপপ্রচার করে।
শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, কাউন্সিলর দেদার হায়াত বেনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।