• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

নেত্রকোনায় শিক্ষক হত্যায় যুবকের যাবজ্জীবন

আপডেটঃ : সোমবার, ২১ মে, ২০১৮

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সরকারি গোড়াল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোজাম্মেল হককে (৫৯) হত্যার অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক হচ্ছে আনোয়ার (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক চাকরি হতে অবসর গ্রহণের পর বারহাট্টা হাজিগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম ও ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ানোতে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন ঈর্ষান্বিত হয়ে তাকে প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে বলেন। কিন্তু মোজাম্মেল হক প্রাইভেট পড়ানো অব্যাহত রাখলে ২০০৮ সনের ১১ ডিসেম্বর দুপুরে মোজাম্মেল হক হাজিগঞ্জ বাজারে গেলে আইন উদ্দিন এবং আনোয়ার ও তদের লোকজন নিয়ে তার উপর হামলা করে এবং বেধড়ক মারপিট করলে মোজাম্মেল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সেখানে তিনি মারা যান।
পরে তার ছোট ভাই নুরুল ইসলাম আজাদ বাদি হয়ে আইন উদ্দিনও আনোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সনের ২৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণাস্তে উপরোক্ত রায় প্রদান করেন। বাদি পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত পিপি সাইফুল আলম পিপি এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জীবন কুমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ