দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।
শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করে দেয়।
এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, এম আমিনুল ইসলাম, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় নেন। এসময় ডেপুটি অ্যাটনি জেনারেল ড. মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।