আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, বৈঠকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।
ইতোমধ্যে এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়। আজও বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আজই বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে। উল্লেখ্য, গত ১৯ মে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আবেদনপত্র বিতরণ শুরু হয়।