• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আর নেই

আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

বিএনপির সাবেক সংসদ সদস্য ও চিফহুইপ, হাটহাজারী উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ ওয়াহিদুল আলম এমপি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা এবং বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সৈয়দ ওয়াহিদুল আলমের পারিবারিক এবং বিএনপি দলীয় সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ ওয়াহিদুল আলমের হাটহাজারী থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচিত হয়েছিলেন।
আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা পল্টন বিএনপি অফিসের সামনে ও বাদ আছর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে এবং ২৯ মে মঙ্গলবার সকাল ১১টায় হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও একই দিন বাদে জোহর লালিয়ারহাট মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হবে বলে একটি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ