পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমিক যুগল ও স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শালগড়া গ্রামে প্রেমিক যুগল ও বাচোর গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একই স্কুলে পড়ালেখা করার সুবাদে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শালগড়া গ্রামের তীরেন রায়ের মেয়ে সুধা রানীর (১৬) সাথে ছিট ঘিডোব গ্রামের উপেন রায়ের ছেলে নন্দ লাল রায় (১৮) প্রেম সর্ম্পক তৈরি হয়। ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এ সর্ম্পক মেনে নিতে রাজি হয় নি মেয়ের পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে তাদের দুই জনেই লাশ শালগড়া গ্রামের একটি আম বাগানে পাওয়া যায়। স্থানীয়রা পীরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানান, নন্দ লালের লাশ ঝুলন্ত অবস্থায় ও সুধা রানীর লাশ মাটিতে পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া সুধা রানীর নাক ও মুখ দিয়ে রক্ত আসতে দেখা গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা ভিসারা রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সেজন্য দুই জনের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরন করা হয়েছে।
পীরগঞ্জ থানা ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার বাচোর গ্রামের স্বামী যতো রায় (৩৫) ও স্ত্রী যুক্তি রানী (২৫) পারিবারিক কলহের জের ধরে সোমবার দিবাগত রাতে বিষপান করে। মুমূর্ষ অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার যুক্তি রানীকে মৃত ঘোষনা এবং যতো রায় কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে যাওয়ার পথে যতো রায় মারা যায়। পীরগঞ্জ থানা ওসি আমিরুজ্জামান পৃথক দুইটি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি।