• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ীর পাশে মনোহাড়ী দোকানসহ এক বাড়ীতে দুর্দর্শ চুরি

আপডেটঃ : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

ধামরাই (ঢাক) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ীর পাশে প্রায় ৩০০ গজ দুরে একই কায়দায় একটি মনোহাড়ী দোকান থেকে প্রায় সাত লক্ষ টাকার মালামাল সহ  হাতকোড়া  গ্রামের মোঃ শাহীন হোসেনের বাড়ী থেকে একটি ডিসকভার মোটরসাইকেল  বাড়ীর বারান্দার গ্রীরিল কেটে চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে আতংকের সৃষ্টি হয়েছে বলে জানাযায়।
আজ মঙ্গলবার (২৯মে) ভোর ৪ ঘটিকার সময় ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া বাজারের মনোহাড়ী দোকান নাছির ষ্টোরে ও হাতকোড়া গ্রামে মোঃ শাহীন হোসেনরে বাড়ীতে এই চুরির ঘটনা ঘটেছে।
এই ব্যাপারে ভুক্তভোগি নাছির ষ্টোর দোকানের মালিক মোঃ নাছির হোসেন বলেন, আমি রাত ১০ ঘটিকার সময় দোকান বন্ধ করে বাড়ী যায়।পরের দিন সকালে দোকান খুলে দেখি দোকানের উপরের টিন খুলে ভিতরের ঢুকে দোকান থেকে ব্যান্সন সিগারেট,ও মোবাইল রিচার্জ কার্ড এবং ক্যাশ বিশ হাজার টাকাসহ প্রায় সাত লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অপর দিকে ধামরাইয়ে হাতকোড়া গ্রামের মোঃ শাহীন হোসেনের বাড়ী থেকে বারান্দার গ্রীরিল কেটে এক লক্ষ ৫০হাজার টাকা দামের একটি ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই ব্যাপারে নাছির হোসেন আর বলেন, আমাদের বাজারে চার জন পাহারাদার রয়েছে এবং পাশে থাকা পুলিশ ফাঁড়ীর পুলিশ সদস্যরা ও রাতে বাজারে টহল দেয়। এর পর ও আমাদের দোকানে কিভাবে চুরি হল আমি বুঝতে পারছিনা।পরে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ীতে চুরির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপর দিকে হাতকোড়ার মোঃ শাহীন হোসেন ধামরাই থানায় মোটরসাইকেল চুরির হওয়াই একটি অভিযোগ করেছে বলে জানাগেছে। এর পর কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ী থেকে পুলিশ এসে তদন্ত করে চলে যায়। এই ঘটনায় দুইজন বাদী হয়ে থানায় ও পুলিম ফাঁড়ীতে দুইটি অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে বলে জানাগেছে।
এই ব্যাপারে ধামরাই থানার কাওয়ালীপাড়ার পুলিশ ফাঁড়ীর আফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, কাওয়ালীপাড়া বাজারে চুরির ঘটনায় ফাঁড়ীতে একটি অভিযোগ দায়ের করেছে বলে আমি জেনেছি।  অতি তাড়াতারি তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার করার ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ