• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠিত

আপডেটঃ : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ চিতলমারী আওয়াম যুবলীগের কমিটিগঠন হয়েছে। নবগঠিত ওই কমিটির নজরুল আহবায়ক ও মাহাতাবুজ্জামান যুগ্ম আহবায়ক। ২৮মে সোমবার বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম-আহবায়ক মোল্লা শাহনেওয়াজ দোলন ও মোঃ ফারুক তালুকদারের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে শেখ মোঃ নজরুল ইসলামকে আহবায়ক ও এস এম মাহাতাবুজ্জামানকে যুগ্ম-আহবায়ক ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে অন্য যারা সদস্য-সান্তনু রানা রুবেল,মিলন কান্তি বাড়ৈ, মাসুদ রানা,মতিয়ার রহমান শেখ, সজল গোলদার, সাহীন কাজী,মো: জামাল মুন্সি,ইব্রহীম মুন্সি, সোহেল শেখ,মেহেদী হাচান ,নীলাদ্রী মন্ডল, এ্যাড: উৎসব বৈরাগী, শ্রীবাস রায়, সংকর বিশ^াষ, জাহাঙ্গীর মোল্ল, রিয়াজ খান,রবিউল ইসলাম, আজগর মোল্লা, বিপ্লব উকিল,সোহেল শেখ,মো:জাহিদ শেখ,সজল বাড়ৈ, মো:নাঈম,মো: কচি সরদার, নূরইসলাম খান, সুমন শেখ (জিয়া) রাজু আহম্মেদ, মো: নূরইসলাম  প্রমুখ। জেলা কমিটির আহবায়ক সহ দুইজন যুগ্ম আহবায়কের স্বাক্ষরিত ওইপত্রে নব গঠিত এই কমিটি আগামী ৯০দিন মধ্যে উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের সম্মেলন  উপজেলার সম্মেলন সফল করতে  নির্দেষনা দিয়েছেন বলে জানা গেছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ