ভোলা প্রতিনিধি॥
ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ভোলা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হুমাযুন কবির সোপান এর মুক্তি দাবী করেছেন তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি ও ভোলা জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর এম আলম। তিনি এক বিবৃতিতে জানান, গত ০৫ মে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, ভোলার গন মানুষের নেতা মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকি পালন কালে পুলিশের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেনসহ বিএনপির সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের নামে মিথ্যা মালা দিয়ে পুলিশ হীনমন্যতার পরিচয় দিয়েছে। ওই মামলায় বেশ হুমায়ুন কবির সোপানসহ কয়েকজন বিএনপি নেতা ভোলা কারাগারে আছে। অবিলম্বে তিনি পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মালার প্রত্যাহার এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপানের মুক্তি দাবী করেছেন।