• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৯ জন গ্রেপ্তার

আপডেটঃ : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক বিরোধী অভিযান বরাবরের মত অব্যাহত রয়েছে। এরি ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে  ৪৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক আটককৃত মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৯ জন মাদকসেবীকে আটক করে জেল জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও জরিমানা করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, শিবগঞ্জের আলী আজম (২৬), ভোলাহাটের সারিকা বেগম (৩০), শিবগঞ্জের আবীর হোসেন (৩৮), বারঘরিয়ার শ্রী লালন মন্ডল (২৬), বারঘরিয়ার জীবন (৩৫), রামচন্দ্রপুর হাটের আজিম (২৬), রামচন্দ্রপুর হাটের বাদল উদ্দিন (২৫), রাজশাহীর সজীব ইসলাম (২১), জিয়ানগরের সহিদ রানা (৩০), হায়াতপুরের আরিফ (২৩), দারুসিয়ার রাসেল (২৬), বারঘরিয়ার শামসুল (৪২), রশিকনগরের আবুল হোসেন (৩২), বারঘরিয়ার আকাশ (৩৮), চামাগ্রামের আব্দুর রহিম (২৬), গোমস্তাপুরের রিপন দাস (২৭), ভোলাহাটের বাদল (২৮), মহারাজপুর ডোলপাড়ার মাসুদ রানা (৩৫), বারঘরিয়া লক্ষ্মীপুরের কামাল হোসেন (৪০), লালবাগের আরমান (৪৫),গোদাগাড়ীর মনিরুল ইসলাম (৩৫), বালিয়াদিঘীর সামিউল আলীম (২৬), গোদাগাড়ীর প্রেম কুমার (৩০), হুজরাপুর রেলবাগানের আমিনুল ইসলাম (৩৫),নয়নশুকার, মাহফুজ আক্তার মিলন (১৮), নয়নশুকার আব্দুল আলিম (১৮), নামোশংকরবাটির রাসেল আলী (২৪), আমনুরার আশরাফুল ইসলাম (৩০), একি এলাকার তোফাজ্জল (৪৫), নামোশংকরবাটির রাসেল (২৯), ভোলাহাটের আব্দুল খালেক (৩৭), গোদাগাড়ীর লিটন (৪০), বালিয়াদিঘীর রেজাউল করিম (৩৫),  প্রান্তিকপাড়ার সবুজ (২৫), গোমস্তাপুরের ফারুক ইকবাল রনি (৩৪), একি এলাকার মাহফুজ আলম (৩৩), গোপালনগরের আপেল (৩৫), শিবগঞ্জের সোহেল রানা (২৭), নয়নশুকার রবিউল আউয়াল (২৯), বারঘরিয়ার আসাদ (৪৩), বারঘরিয়ার মীর মাকসুদ (২৪), বিশ্বাসপাড়ার সাব্বির হোসেন (২০), আলীনগর রেলপাড়ার শুকুরুদ্দিন (২২), বিজয়পুর জিয়ানগরের বাবলু (২৮), হুজরাপুর বেলবাগানের তোফাজুল (৪৪), একি এলাকার কুরবান আলী (৩০), কয়লার দিয়াড়ের এনায়েত হোসেন (৩৬), নয়নশুকার আল মাহমুদ সরাফি (২৬), আলীনগর রেলপাড়ার জুয়েল রানা (১৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ