অনিয়ম ও জালভোটের অভিযোগ তুলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মেয়রপ্রার্থী হাসান সরকার সাংবাদিকদের বলেছেন, শতাধিক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সরকারি দলের লোকেরা অনেককে মারপিট করেছে। সেখানে সিল মারা ও জাল ভোট দেওয়া হচ্ছে। এসব অনিয়মের কারণে আমি এই নির্বাচন বন্ধের জন্য দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছি।
আজ মঙ্গলবার সকাল ৮টায় গাজীপুর সিটির ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরুর পর দুুপুর ১টায় জয়দেবপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এরপর ভোট বন্ধের দাবির সংবলিত লিখিত অভিযোগ নিয়ে বিএনপি প্রার্থী বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।