বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়া যেদিন বেরিয়ে আসবেন সেদিন থেকে দেশের রাজনীতিতে নতুন ধারার সৃষ্টি হবে। নতুন জোয়ারের সৃষ্টি হবে। তা বন্ধ করার ক্ষমতা এ সরকারের হবে না।
আজ শুক্রবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদার মুক্তির দাবিতে সংহতি সমাবেশ ও গানের সিডি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মওদুদ বলেন, খালেদা জিয়া শিগগিরই ফিরে আসবেন। জামিন হলো একটা মৌলিক অধিকার। যেকোনো মানুষের জামিন পাওয়ার অধিকার আছে। আইনে এটা বলা আছে। খালেদার বেলায় আইনের অপপ্রয়োগ করে তাকে জেলখানায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, দেশ কঠিন পরীক্ষার মধ্যে আছে। ১৬ কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে আর মাত্র পাঁচ মাস।