জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
জানা গেছে, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াসহ কিছু সমস্যা দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার এরশাদ সিএমএইচে ভর্তি হন।
এরশাদের ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার গতকাল শুক্রবার ইত্তেফাককে জানান, বড় কোনো সমস্যা নেই, মূলত রুটিন চেকআপের জন্যই এরশাদ হাসপাতালে ভর্তি। গতকালই তার বাসায় ফেরার কথা ছিল। তবে শুক্রবার হওয়ায় চিকিত্সক আজ শনিবার তাকে ছাড়পত্র দেবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।