• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

রাকাবের ৪০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন

আপডেটঃ : বুধবার, ৪ জুলাই, ২০১৮

২০১৭-২০১৮ অর্থবছরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ যাবতকালের সর্বোচ্চ ৪০.৩৮ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০১৬-২০১৭ অর্থবছরের তুলনায় মুনাফার এ পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা বেশি।
ব্যাংক স্বল্প সুদে কৃষি ঋণ, মসলা জাতীয় ঋণ, দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ঋণ, মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ, ১০ টাকার হিসাবধারীদের ঋণসহ সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিপালন সত্বেও এই মুনাফা অর্জন করেছে। রাকাবকে মুনাফা অর্জনকারী এবং স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অর্থবছরের শুরুতেই ব্যাংক ব্যবস্থাপনা একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে দিক নির্দেশনা প্রদান করেন। প্রণীত পরিকল্পনায় ১৯৫০ কোটি টাকা ঋণ বিতরণ ও ১৮০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যাংকের ৩৮০টি শাখার মাধ্যমে বছরের বিভিন্ন সময় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি, ঋণ মেলা, ঋণ আদায় মহাক্যাম্প, আমানত হিসাব খোলা মেলার সফল আয়োজনের মাধ্যমে ২০৪৯ কোটি টাকা (১০৫%) ঋণ বিতরণ, শ্রেণিকৃতসহ ২২০০ কোটি টাকা (১২২%) ঋণ আদায়  করা হয় এবং ব্যাংকের আমানত সংগ্রহ ৪৯০০ কোটি টাকায় উন্নীত হয়। এছাড়াও বার্ষিক হিসাব শেষে লোকসানী শাখার সংখ্যা ৫৫টি হ্রাস পেয়ে ৬৩টিতে দাঁড়িয়েছে, যা ব্যাংকের একটি উল্লেখযোগ্য অর্জন।
প্রসঙ্গত, ২০১৭-২০১৮ অর্থবছরের শুরুতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকদের সুচিন্তিত দিক-নির্দেশনা এবং ব্যাংক ব্যবস্থাপনার দক্ষ নেতৃত্বে ব্যাংক এ মুনাফা অর্জন করতে সক্ষম হয়। ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম এবং ব্যাংক ব্যবস্থাপনার নিবিড় তদারকির ফলে এ সফলতা অর্জিত হয়। এ অভুতপূর্ব সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ