গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে আটকসহ কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার বিকেলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তানিয়া আমির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
এর আগে সকালে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানে ওঠার আগে বাধা দেওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রিটে বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি রিট আবেদনে বিদেশ যেতে দেওয়ার অনুমতি পাওয়ার নির্দেশনা চাওয়া হয়।