• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

বিদেশে কাজে গিয়ে নির্যাতনের শিকার নারী-পুরুষ শ্রমিকের তালিকা চায় হাইকোর্ট

আপডেটঃ : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে যৌন হয়রানিসহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা নারী ও পুরষ শ্রমিকের তালিকা চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে কি পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করছে তার একটি তালিকাও দাখিল করতে বলা হয়েছে। আদেশপ্রাপ্তির এক মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে প্রবাসী কল্যাণ সচিব, পররাষ্ট্র সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কাজের জন্য যাওয়া নারী শ্রমিকরা যৌন হয়রানিসহ শারীরিক নির্যাতনের বেশি শিকার হচ্ছেন। নির্যাতন সইতে না পেরে অনেক নারী শ্রমিক দেশে ফিরে আসছেন। একটি বেসরকারি সংস্থার প্রতিবেদন দিয়ে রিটে বলা হয়েছে, প্রায় ৩০০ এর মত নারী শ্রমিক দেশে ফিরে এসেছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ