• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তুলা আমদানি করতে চায় বাংলাদেশ

আপডেটঃ : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

বিশ্বের অন্যতম তুলা উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পরিমাণে তুলা কিনতে চায় বাংলাদেশ। এ আমদানি প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান আইনের সংশোধন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের উদ্যোক্তারা। ঢাকা সফররত মার্কিন কংগ্রেস সদস্য জিম বেটস এর সঙ্গে গতকাল সোমবার আয়োজিত এক সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ এ আগ্রহের কথা বলেন।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত ওই সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ছাড়াও গার্মেন্টস খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সভায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রদত্ত জিএসপি সুবিধা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা নিয়েও আলোচনা করা হয়। এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আলোচনায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ