• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

সাকিবকে নিয়েই পরিকল্পনা হচ্ছে

আপডেটঃ : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই খেলার বাইরে সাকিব আল হাসান। এমনকি অনুশীলনেও নেই তিনি। সম্প্রতি গণমাধ্যমে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেছেন, ২০-৩০ ভাগ ফিট আছেন তিনি। সাকিবের এই মন্তব্যেই গত বৃহস্পতিবার দিনভর বিসিবিতে বেশ তোলপাড় হলো।
এমন ফিটনেস নিয়ে সাকিব কীভাবে এশিয়া কাপ খেলবেন, সেই চিন্তায় পড়ে গেলেন বিসিবির কর্তারা। তাই বিকল্প হিসেবে মুমিনুল হককে দলে ডাকা হলো। নিজের ফিটনেসের কথা বিসিবিকে না জানিয়ে গণমাধ্যমে বলায় টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের উপর নাখোশ হয় বিসিবি। মন্তব্যের কারণ জানতে চেয়ে সাকিবকে ই-মেইলও করেছে বিসিবি।
যার জবাবে বাঁহাতি এই অলরাউন্ডার ই-মেইলে বিসিবিকে বলেছেন, তার বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে। এ সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘সাকিব আমাদের জানিয়েছেন, তিনি ওভাবে কথাগুলো বলেননি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দলের আগেই তিনি দুবাই পৌঁছে যাবেন।’
সেই বক্তব্যেরও বাস্তবতা রয়েছে। কারণ বৃহস্পতিবার সাকিবের ফিটনেস বিষয়ক আলোচনার মাঝেই বিসিবির এক কর্মকর্তা বলছিলেন, যুক্তরাষ্ট্র থেকে ফোন করে তার জন্য চারটি ট্রাউজার নিয়ে যেতে বলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এমনকি বাংলাদেশ দলের আগে দুবাই পৌঁছে যাবেন বলে জানিয়েছেন তিনি। বিমানবন্দরে অপেক্ষা না করে হোটেলে চলে যাওয়ার কথাও বিসিবির ওই কর্মকর্তাকে বলে রেখেছেন সাকিব।
বিতর্কের ডালপালা আর বেশি গজানোর সম্ভাবনা নেই। কারণ সাকিবের খেলা নিয়েও সংশয় কমে গেছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, সাকিবকে নিয়েই এশিয়া কাপের পরিকল্পনা করছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই এই বাঁহাতি ক্রিকেটারকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সাকিবকে নিয়ে চলমান আলোচনাকে আমলে নিতে নারাজ প্রধান নির্বাচক। ফিজিও’র কাছ থেকে শঙ্কিত হওয়ার মতো রিপোর্ট পাওয়া যায়নি জানিয়ে গতকাল তিনি বলেছেন, ‘ফিজিওর কাছ থেকে এমন কোনো রিপোর্ট পাইনি। কথা বাইরে কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ফিজিও যেহেতু বলছে শতভাগ ফিট আছে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না।’
টুর্নামেন্টে বাংলাদেশের সব পরিকল্পনায় ভালোভাবেই আছেন সাকিব। তাকে রেখেই একাদশের কম্বিনেশন চিন্তা করা হচ্ছে। প্রধান নির্বাচক বলেছেন, ‘অবশ্যই, সাকিবকে নিয়েই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে। এই জন্যই তো দলে আছে সে।’
আর সাকিবের ইনজুরিজনিত কোনো খবরই নেই নির্বাচকদের কাছে। মিনহাজুল আবেদীন নান্নুর আশা, বাঁহাতি এই অলরাউন্ডার পুরো টুর্নামেন্টই খেলবেন। গতকাল সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেন, ‘সাকিব ইস্যুতে কোনো খবর নেই আমাদের কাছে। সে সার্জারিতে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোনো আপডেট পাইনি। আমরা জানি সে খেলার মতো ফিট আছে। আশা করি সে পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।’
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়া কাপ জয়ের আশাবাদ উড়িয়ে দেননি বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস। ট্রফি জেতার কথা সরাসরি না বললেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, টুর্নামেন্টের সব দলকেই হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। সাকিব খেললে শিরোপা জয়ে বাংলাদেশের সম্ভাবনাও পোক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ