• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

বেগমগঞ্জে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেটঃ : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

নোয়াখালীর বেগমগঞ্জে ইউসুফ (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ইউসুফকে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুর আমীনের আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
কারাদণ্ডপ্রাপ্ত ইউসুফ ইউনিয়নের তালিবপুর গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ছয়ানি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন তার লোকজন নিয়ে মাদকবিরোধী অভিযান চালন। এ সময় ইয়াবাসহ ইউসুফকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। পরে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ শুক্রবার ইউসুফকে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুর আমীনের আদালতে হাজির করলে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে ইউসুফকে জেলে পাঠান আদালত।
বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোমেন জানান, সন্ত্রাস ও মাদক কবলিত ছয়ানি ইউনিয়নবাসীকে এসব থেকে মুক্ত করার জন্য আমার পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে প্রতি রাতে নিজেই অভিযান চালিয়ে আসছি। ইতিমধ্যে এলাকাবাসীদের যথেষ্ট সাড়া পেয়েছি। অচিরেই ছয়ানি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করবো বলে আশা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ