বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীত দমন কমিশনের (দুদক) আনা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ শনিবার এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। মির্জা আব্বাসের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট এ জে মোহাম্মদ আলী।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, গত ৪ অক্টোবর আইনজীবী মো. নুরুল হুদা হলফনামা করে মামলা বাতিলের আবেদন করেছিলেন।পাঁচকোটি সাতানব্বই লাখ তের হাজার দুইশত চৌত্রিশ টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও তেত্রিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশত একাশি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এ মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬ এ বিচারাধীন আছে। মামলাটি সাক্ষী গ্রহণ পর্যায়ে রয়েছে।বাসস