• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

কলকাতায় নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র

আপডেটঃ : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

কলকাতার যাত্রী এবং ব্যবসায়িক সহযোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। শুক্রবার কলকাতার চৌরঙ্গী ম্যানসনে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তারা এবং নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলকাতার সম্মানিত যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন কলকাতায় প্রতিদিন ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও কলকাতা ভ্রমণের দুই রাত তিন দিনের আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ রয়েছে।

এছাড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ওয়েবসাইট flynovoair.com ভিজিট করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ