সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা। সাজার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ সোমবার তাকে ছয় মাসের জামিন দেয় বিচারপতি মো. শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাকে করা জরিমানও স্থগিত করেছে আদালত।
গত ২০ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৬ সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় রফিকুল ইসলাম মিঞাকে তিন বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেয় আদালত। ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে কারাগারে পাঠায় আদালত। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে কারাকর্তৃপক্ষ। এ অবস্থায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।
আজ হাইকোর্টে তার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।
আরো পড়ুনঃ সাকা চৌধুরীর রায় ফাঁস: ফখরুলের দণ্ড স্থগিতের আবেদন খারিজ
২০০১ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য রফিকুল ইসলামকে নোটিশ দেয়। কিন্তু সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করে।