• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

২১ আগস্ট হামলা: ফাঁসির ১৯ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

আপডেটঃ : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৯ আসামির পৃথক দুটি ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে মামলার যাবতীয় নথিসহ এই ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এদিকে রাষ্ট্রপক্ষ এই ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেবে বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল ইত্তেফাককে বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতেই এই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। যখন ডেথ রেফারেন্স হাইকোর্টে আসবে তখন তা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে যেসব আসামি যাবজ্জীবন সাজা পেয়েছে তাদের মৃত্যুদন্ড চেয়ে আপিল করা হবে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় গত ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে। পুলিশের সাবেক তিন আইজিসহ ৮ কর্মকর্তা এবং ৩ সেনা কর্মকর্তাকে লঘু দণ্ড দেওয়া হয়। অভিন্ন অভিপ্রায়ে পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ২৪ জনকে হত্যা এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অসংখ্য নেতা-কর্মীকে গুর“তর জখম করার দায়ে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে আসামিদের এ দণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।

দণ্ডিতদের মধ্যে ১৮ জন পলাতক। একইসঙ্গে মামলার সকল প্রসিডিংস ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টে প্রেরণের জন্য বলা হয়। ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন, তখন হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না। ডেথ রেফারেন্সের পাশাপাশি সাজার রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে থাকেন। পেপারবুক প্রস্তুতের পর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর একসঙ্গে শুনানি অনুষ্ঠিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ