• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

আজ থেকে খেলাপি ঋণ আর এক টাকাও বাড়বে না: অর্থমন্ত্রী

আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

আজ থেকে খেলাপি ঋণ আর এক টাকাও বাড়বে না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশের সব ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রীর নিজ কক্ষে অর্থমন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আজ থেকে আর এক টাকাও ঋণ খেলাপি বাড়বে না। বরং সামনে ধীরে ধীরে খেলাপি ঋণের হার কমবে। ব্যাংকের মালিকদের সঙ্গে বসে ঋণখেলাপি নিয়ে আলোচনা করেছি। আমরা নন-পারফরমিং লোন ভেরিফাই করবো। এরপরেই আমাদের কাজ শুরু হবে। তবে নন পারফরমিং লোন নিয়ে যেভাবে লেখা হয় সেভাবে বাড়েনি। আমার মনে হয় এটা ম্যানেজেবল। তারপরেও জোর দিয়ে বলছি কোনোভাবেই আর বাড়বে না’।

বাণিজ্যিক ব্যাংক-চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘নন পারফরমিং লোন (এনপিএল) কমানো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। অনেকে ব্যাংকের টাকা নিয়ে চলে গিয়েছে। তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অনেকে ব্যাংকের টাকা নিয়ে ভালো ব্যবসা করছে, কিন্তু হঠাৎ করেই ব্যবসায় ধস নেমেছে। ফলে এসব ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছে না। এসব ব্যবসায়ীদের কিভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করবো’।

আরও পড়ুনঃ মঞ্চে আসছে থিয়েটার আর্ট ইউনিটের ‘অনুদ্ধারণীয়’

নজরুল ইসলাম মজুমদার জানান, ‘বাংলাদেশে খেলাপি ঋণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। তা এখনো গড়ে ১১ থেকে ১২ শতাংশের কোঠায়। এর থেকে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় খেলাপি ঋণের হার তুলনামূলক বেশি’।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা এবং সাংসদ সালমান এফ রহমান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ সব ব্যাংকের মালিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ