• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ঈদ কে সামনে রেখে চাঈা হচ্ছে এনায়েতপুর পাইকারি কাপড়ের হাট।

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

সংবাদ সংযোগ নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ এনায়েতপুর পাইকারি কাপড়ের হাটে ঘুরে দেখা গেছে সারাদেশ থেকে আসা পাইকারি ক্রেতাদের আনাগোনা।
বার্তমানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছেটিয়ে রয়েছে তাত শিল্প , আর এ সকল তাতে ঊৎপাদিত হচ্ছে উন্নমানের ও আধুনিক ডিজাইনের শাড়ি। উৎপাদিত শাড়ি বিক্রিত হয় এনায়েতপুরের স্থানীয় পাইকারি হাটে ।

হাটে তাঁতের উৎপাদিত কাপর বিক্রি করতে আসা তরুন ব্যবসায়ী মোঃ ইব্রাহিম হোসেন, ( ২৬ ) তার কাছে যানতে চাইলে তিনি যানান দীর্ঘদিন যাবৎ বেচা বিক্রি তেমন না থাকলে ঈদ কে সামনে রেখে বেরেছে বেচাকেনা, তবে বিক্রি বাড়লেও ঘড়ে তুলতে পারছেন না কাঙ্খিত মুনাফা। তিনি আরো বলেন বর্তমানে কাচা মালের দাম বৃদ্বি পাওয়ায় উৎপাদন খরচ বেরে গেছে।

হাট ঘুড়ে কথা হলো আরেক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম ( ৩০) এর সাথে তিনি বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্বের প্রভাব আমাদের দেশেও পরেছে , তিনি বলেন আগে যে সব কাচামাল সহসাই বাহিরের দেশ থেকে আমদানি করা যেত এখুন তা সে ভাবে হচ্ছে না। ফলে আমদানী কম থাকায় কাচামালের চাহিদা থাকায় মৃল্য বৃদ্বির কারন। তিনি বলেন শুধু তাইনয় দেশিও ভিবিন্ন জিনিস পাতির দাম বেড়ে যাওয়াই উৎপাদন খরচ বেশি হচ্চে ফলে পাইকারি ক্রেতার আনাগোনা বাড়লেও ব্যবসায়ীরা তেমন সুবিধা করতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ