• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

শহীদ আফ্রিদি নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন বাবরকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সম্প্রতি নিয়মিত অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের নেতৃত্ব দেন শাদাব খান। তিন ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ শোচনীয়ভাবে হারের পর নেতৃত্ব বদল নিয়ে বিতর্ক শুরু হয় পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। সমালোচনার মুখে পিসিবি সভাপতি নাজাম শেঠি মন্তব্য করেন, প্রধান নির্বাচক শহীদ আফ্রিদির সিদ্ধান্তেই শাদাবকে অধিনায়ক করা হয়। তবে সাবেক অধিনায়ক আফ্রিদি বিষয়টি অস্বীকার করলেন।

নাজাম শেঠি চেয়ারম্যান হওয়ার পর অনেক রদবদল হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের আসনে বসানো হয় শহীদ আফ্রিদিকে। এরপর বাবার আজম হারান নেতৃত্ব।

টুইটারে নিজের অবস্থান পরিষ্কার করে শহীদ আফ্রিদি লিখেন, ‘আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন, বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন। এই আলোচনা তাই শেষ হয়ে গেছে।’
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফের স্কোয়াডে ফিরছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আগামী ১৪ই এপ্রিল শুরু হবে দুই দলের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল। আফ্রিদি লিখেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও দলের জন্য শুভকামনা।’
গত রোববার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি ইউটিউব চ্যানেলকে বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি গঠন করেছিলাম। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই তারা আমাকে বলেছিল, পাকিস্তান দলের অধিনায়ক পরিবর্তন করতে চায় তারা। অর্থাৎ, বাবর আজমেক সরিয়ে দিতে চায় তারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ