• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

জল্পনা-কল্পনা শেষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। সব জল্পনা-কল্পনা শেষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছেন তথ্য মন্ত্রণালয়। তবে কিছু শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘‘দেশের বাজারে ‘পাঠান’ মুক্তির বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ শাহরুখের এই সিনেমাটি দেখতে চায়। যদিও ইতোমধ্যেই ‘পাঠান’ অনেক ওটিটি মাধ্যমেই এসেছে। তবে প্রেক্ষাগ্রহে দেখার বিষয়টি একদমই আলাদা।’’

নির্মাতা আরও বলেন, ‘সব জল্পনা-কল্পনা শেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যে ১৬টি প্রেক্ষাগৃহে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করছি, আরও ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।’

প্রসঙ্গত, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এ ছাড়া এতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ