• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে : প্রেস সচিব

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদ্যুতের খরচ কমাতে নেপাল ও ভুটান থেকে হাইড্রোলিক বিদ্যুৎ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজেএফবির সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।

প্রেস সচিব বলেন, নেপাল ও ভুটানের হাইড্রোলিক বিদ্যুৎ নিয়ে আসার জন্য বাংলাদেশ ভারত, নেপাল ও ভুটানে সম্মিলিতভাবে কিছু করার চেষ্টা করছে। নেপাল ও ভুটানের বিদ্যুৎ নিয়ে আসতে পারলে খরচ অনেক কমবে। জ্বালানি খাতে স্থিতিশীলতা নিয়ে আসার চেষ্টা চলছে। এখানে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল। এজন্য ‘ল’ চেঞ্জ করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এনার্জি নিয়ে কাজ করা হচ্ছে।

গত সরকারের বিভিন্ন অপচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্ণফুলী টানেল হয়ত ১০ বছর পরে দরকার ছিল। কিন্তু সাইফুজ্জামান চৌধুরী ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য টানেল বানিয়েছেন। এ অপচয়ের ঘানি সবার টানতে হচ্ছে। এর জন্য ট্যাক্স বাড়াতে হচ্ছে।

শফিকুল আলম বলেন, বিগত সরকার যেভাবে কাজ করেছে এতে ইচ্ছে করলেও দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এটি বন্ধ করতে ডিজিটালাইজেশন করা হচ্ছে। বিশেষ করে ভূমি খাতে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরে ডিজিটালাইজেশন করা হচ্ছে। আগে যে ডিজিটাল বাংলাদেশ বলা হতো এটি নাম সর্বস্ব।

দেশের বড় সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস কর্মসংস্থানের। তরুণদের জন্য চাকরি নেই। বিদেশি বিনিয়োগের জন্য মিট করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা তাদের প্রফিট নিয়ে যেতে পারত না। ডিউ থেকেই যেত। এসব নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্থিতিশীলতা ও শান্তি থাকলে আগামী দিনে অনেক বিদেশি বিনিয়োগ আসবে বলে জানান প্রেস সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ