• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

কিবরিয়া-নুরদের নিয়ে গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা বিকেলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ মে, ২০২৩

কিবরিয়া-নুরদের নিয়ে গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা বিকেলে

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের। এতে জোটের পরবর্তী করণীয় কী হবে তা ঠিক করতে বিশেষ সভা আহ্বান করেছে গণতন্ত্র।

রোববার (৭ মে) বিকাল ৪ টায় জোটের শরিক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সেগুন বাগিচার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় সেগুন বাগিচার তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অফিসে এ সভা অনুষ্ঠিত হবে।

গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট। মঞ্চের দলগুলো হলো— জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ