• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

বিএনপি এলে নির্বাচনকালীন সরকারে রাখার কথা বিবেচনা করা যেতে পারে:

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মে, ২০২৩

বিএনপি আগামী নির্বাচনে আসার ঘোষণা দিলে দলটিকে নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে আওয়ামী লীগ। এ কথা জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান ওবায়দুল কাদের।

একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপিকে বলা হয়েছিল, ভোটে এলে তাদের নির্বাচনকালীন সরকারে স্থান দেওয়া হবে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হতে পারে। আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারে বিএনপির কাউকে মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা আছে কি না? সাংবাদিকের এই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বিষয়ে সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে সংবিধানের মধ্যেই থাকতে হবে। সংবিধানে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকলে আপনি যেটা বললেন, এটাতে কোনো অসুবিধা নেই।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচনে আসব। নির্বাচনে আসলে তখন এক কথা। তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধায়ক ছাড়া। তারা এই সংসদকে চায় না। মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। এসব শর্তারোপের মধ্যে আমরা কীভাবে বলব যে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদের দিচ্ছি? তাদের তো সম্পূর্ণ উত্তর আর দক্ষিণ মেরুর অবস্থান।’

আরেক প্রশ্নের জবাবে বলেন, রাতের বেলা ভোট হয়েছে, ভোট ডাকাতি করে একটি দলের পক্ষে ফলাফল নেওয়া হয়েছে, এই তথ্য–প্রমাণ কেউ দেখাতে পারবে না। আর বিএনপি তো মামলা করেনি। তথ্য–প্রমাণ থাকলে তারা মামলা করল না কেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ