• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

রাস্তায় পড়ে ছিল ওয়েল্ডিং মিস্ত্রির মরদেহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মে, ২০২৩

শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে মরদেহ মর্গে পাঠানো হবে।

বগুড়ার শিবগঞ্জের বেলাই গ্রামের রাস্তা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের রাস্তা থেকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাণ হারানো ২৫ বছর বয়সী সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

সাইদুলের স্ত্রী শাকিলা বেগম বলেন, ‘শুক্রবার সকাল ৯টার দিকে গ্রিলের কাজ করার উদ্দেশে সাইদুল পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যায়। কিন্তু কাজ শেষে সেখান থেকে সাইদুল রাতে বাড়ি ফেরেনি। তার মোবাইলে একাধিক বার কল দিয়ে বন্ধ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘শনিবার সাড়ে ৬টার দিকে এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।’

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের মরদেহ পড়ে ছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে মরদেহ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ