• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

গলাচিপায় জেলেদের মাঝে জাল ও বাছুর বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২২-২৩ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার রতনদিতালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জেলেদের মাঝে ৯০টি জাল ও ১১টি বকনা বাছুর বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

রতনদিতালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা থানার এসআই মো. মাহাবুব, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবু, সহ-সভাপতি মো. নূর ছাহেদ মাতব্বর প্রমুখ।
এছাড়াও উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ ও সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ