• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

স্ত্রীর গলা কেটে পলাতক, অবশেষে গ্রেপ্তার স্বামী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. মহিউদ্দিনকে (৩৫) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে।

সোমবার (২৯ মে) দুপুরের আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল রবিবার সন্ধ্যার দিকে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানার পুলিশ।

হাতিয়া থানা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করেন স্বামী মহিউদ্দিন। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেপ্তার এড়াতে মহিউদ্দিন পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবদুল আলীম বাদী ঘটনার পরের দিন হাতিয়া থানায় তার স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ