• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না: বরকতউল্লাহ বুলু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩

রাজধানীতে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখছেন বরকতউল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আপনি হিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই মামলা দিয়ে আপনি (প্রধানমন্ত্রী) ক্ষমতায় টিকে থাকবেন, সেটা হবে না। তিনি বলেন, ‘২০২৩ সালের মধ্যে দেশের মানুষ আপনাকে বিতাড়িত করে একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকার গঠন করে নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ফিরিয়ে আনবে।

শনিবার (১০ জুন) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে লোডশেডিং এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

বরকতউল্লাহ বুলু বলেন, ‘আপনি (শেখ হাসিনা) ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষকে জিম্মি করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। বিদেশিদের সঙ্গে শত্রুতা ও বৈরিতা করছেন। আপনি নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করেন। এ দেশের মানুষ যদি আপনাকে চায়, আপনি আবার ক্ষমতায় আসবেন। আপনাকে আমরা সুযোগ দেবো। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আজকে যারা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে, ১৪ লাখ কোটি টাকা লুট করে বেগমপাড়া করেছেন, যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়ায় হাজার হাজার কোটি টাকা দিয়ে ঘর-বাড়ি কিনেছেন, তাদের বাংলাদেশে এনে জনতার আদালতে বিচার করা হবে। পাশাপাশি লুট করা টাকা আমরা ফিরিয়ে আনবো।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ