• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন ভিসানীতি সহায়ক হবে: জি এম কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহায়ক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১২ জুন) টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিন নতুন ভিসা নীতি সমর্থন করি। এতে যা বলা হয়েছে তা দেশের ও জনগণের পক্ষে যায়। অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে, যারা এতে বাঁধা দেবে তাদেরকে যুক্তরাষ্ট্র ঢুকতে দেবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে।

বাংলাদেশ এখন শ্রীলংকার মতো পরিস্থিতি চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে অনেক জিনিস শ্রীলংকার মানুষ আমাদের চেয়ে কম দামে কিনতে পাচ্ছে। আমাদের রিজার্ভ কমেছে, মূল্যস্ফীতি হয়েছে, বেকারত্ব বেড়েছে ও আমাদানি কমেছে। সবমিলিয়ে আমরা শ্রীলংকার মত পরিস্থিতি দেখতে পাচ্ছি।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, আবুল কাশেম ও মোজাম্মেল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ