• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

ভোটের দিনেও বরিশালে যাননি সাদিক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ জুন, ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। তবে ভোটের দিনেও বরিশালে দেখা যায়নি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ নিয়ে ভোটের মাঠে নানা আলোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেয়র সাদিক আবদুল্লাহ এখনো ঢাকায় অবস্থান করছেন। তিনি কবে ফিরবেন তা কেউ বলতে পারেনি।

এদিকে, ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ও তার ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ভোট দিতে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেন, এই ব্যাপারে আমি মন্তব্য করব না।

মনোনয়ন ঘোষণার পর থেকেই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সাদিক ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল। এই বিভেদ ঘোচাতে দলের কেন্দ্রীয় নেতারা নানামুখী তৎপরতা চালান।

এ ব্যাপারে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দিন মোহন বলেন, কয়েক যুগের দাপুটে হাসানাত এখন উভয় সংকটে আছেন। নৌকা জিতলে বরিশাল আওয়ামী লীগে নতুন সূর্যোদয় হবে; হারলে তার দায় কোনোভাবেই হাসানাত এড়াতে পারবেন না। এ জন্য তাকে দলীয় সভাপতির কাছে জবাবদিহি করতে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ