• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রশংসায় ওয়াগনার প্রধান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি: রয়টার্স

 

এবার রুশবিরোধী ইউক্রেনীয় পাল্টা হামলার প্রশংসাকরলেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। পাল্টা আক্রমণের এক সপ্তাহের মধ্যে কিয়েভ ৭টি গ্রাম পুনরুদ্ধার করার পর মঙ্গলবার (১৩ জুন) এমন প্রশংসা করেছেন তিনি।

 

প্রিগোজিন বলেছেন, ‘আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয়রা। তারা সুনির্দিষ্টভাবে এগোচ্ছে, সবকিছু সঠিকভাবে করছে।’ তার ধারণা, ইতোমধ্যে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে ফেলেছে ইউক্রেনীয় সেনারা।

এদিকে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোমবার এরকমই দাবি করেছেন। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে কিয়েভের সেনারা প্রায় ৭টি গ্রাম পুনরুদ্ধার করে ফেলেছে যা প্রায় ৯০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

প্রিগোজিন বলছেন, ‘তারা সাবধানে শান্তভাবে এগোচ্ছে। এতে কিছু লেপার্ড ও ব্র্যাডলি ট্যাংক অবশ্য হারাচ্ছে তারা। এটিকে যুদ্ধের সাধারণ ক্ষতি হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

 

প্রিগোজিনের এমন দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কেননা, পুতিন বলেছিলেন, পাল্টা আক্রমণে ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হচ্ছে ইউক্রেন।

ওয়াগনার প্রধান বলেন, ‘আমাদের একত্রিত হয়ে লড়তে হবে। শত্রু মোকাবিলার মতো যথেষ্ট লড়াই করছি না আমরা।’

 

পাল্টা আক্রমণ জোরদার ইউক্রেনকে আরও ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন সহায়তায় চলমান পাল্টা আক্রমণ আরও জোরদার হবে বলে আশাবাদী মার্কিন প্রশাসন।

 

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করবে না বলে জানিয়েছে ওয়াগনার গোষ্ঠী। এ বিষয়ে প্রিগোজিন বলেছিলেন, ‘রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কোনও চুক্তি সই করবে না ওয়াগনার।’ তিনি আরও বলেছিলেন, মন্ত্রণালয়ের এই আদেশ ওয়াগনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ না করার জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও পদাতিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন প্রিগোজিন। তবে এসব নিয়ে বরাবরই মন্তব্য করা থেকে বিরত থেকেছেন শোইগু ও গেরাসিমভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ